??????? ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:১৪

রাস্তায় সহকারীর মরদেহ ফেলে পালাল চালক 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহতের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম চেয়ারম্যান সড়কের পাশে এ ঘটনা ঘটে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ওই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার বিশ্বস্তপুর থানার শিলদুয়ার গ্রামের নুরুল আমিনের ছেলে মোহাম্মদ মাসুম (৩০)। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন।

এ দিকে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে, (সোমবার) রাত ১২টার দিকে চেয়ারম্যান রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছনে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে সামনে থাকা ভ্যানের অনেক অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালকের সহকারী মাসুম গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। এ সময়ে প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ঘটনার তাৎক্ষণিক কিছু সময়ের মধ্যেই ট্রাকচালক নিহত মাসুমকে রেখেই পালিয়ে যায়।

ইনচার্জ সোহেল সরকার জানান, (সোমবার) রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি