আন্তর্জাতিক ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:২৯

ডিভোর্সির সাথে প্রেম, স্বামীসহ প্রেমিকাকে ন্যাড়া করে গ্রাম ঘোরালেন স্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : স্বামীসহ প্রেমিকাকে ন্যাড়া করে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত (সোমবার) এমন ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রী সত্যসাই জেলার লেপাক্ষী গ্রামে। এ সময় ভুক্তভোগী ওই নারীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। 

জানা যায়, ডিভোর্সি নারীর সাথে প্রেমের অভিযোগে নিজের স্বামী হুসাইন (৩০) ও শাবান (৩২)কে মারধর ও মাথা ন্যাড়া করে গ্রাম ঘুরিয়েছেন অভিযুক্ত নাজিয়া ও তার পরিবারের সদস্যরা। 

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরকীয়ার অভিযোগে তাদের মারধর করে এবং প্রকাশ্যে এমন কান্ড পরিচালনা করেন। পরে তাদের বেঁধে গ্রাম ঘোরানো হয়।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা পি কানজাক্ষণ বলেন, হুসাইনের সঙ্গে শাবানার অবৈধ সম্পর্ক ছিল। এ ক্ষোভে শাবানার বাড়িতে গিয়ে হামলা চালায় নাজিয়া ও তার পরিবারের সদস্যরা। পরে হুসাইন ও শাবানার মাথা ন্যাড়া করে তাদের গ্রাম ঘোরানো হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে নাজিয়ার পরিবার।  

পরে শাবানাসহ হুসাইনকে তার গ্রামে অটোরিকশা করে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর নাজিয়া ও তার পরিবারকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। এরইমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।  

পুলিশ জানায়, দুই বছর আগে শাবানার সঙ্গে ডিভোর্স হয় তার স্বামীর।  

আমাদেরকাগজ/এমটি