??????? ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। তথ্য মতে, এ সময় তিনজন নিহতসহ আহত হয়েছে প্রায় ১২ জন বাসযাত্রী। আজ (বুধবার) হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসিনা বেগম (৪২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন, পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮)। চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।

ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, এ দিন (বুধবার) ভোরে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এ সময় বাসে থাকা তিনজন নিহতসহ প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছে বলে এখন পর্যন্ত নিশ্চিত জানা গেছে। 

তিনি বলেন, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি