রাজনীতি ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০২:০৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

আজহারকে ১৪ দলের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোয়ন দেওয়ার প্রস্তাব

ফাইল ছবি

ফাইল ছবি

ডেস্ক  রিপোর্ট (তুষার আহম্মেদ) : জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কর্মসূচি। আর এতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা হামিদুল কিবরিয়া চৌধুরী আজহারকে ১৪ দলের মনোয়ন দেওয়ার প্রস্তাব জানানো হয়েছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, আজহার এগিয়ে রয়েছে সব দিক থেকে। এর আগে, ১৫ই ফেব্রুয়ারি ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তাব জানানো হয় তাকে। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতারা।  

সূত্রে জানা যায়, সভায় শরীক দল বাসদ আজহারকে (সুনামগঞ্জ -২) আসনে জাতীয় নির্বাচনে ১৪ দলের প্রার্থী দেওয়ার প্রস্তাব জানানো হয়। 

আজহার চৌধুরী ১৯৬৭ সালের ৪ঠা এপ্রিল দিরাই উপজেলার ভাটিপাড়া সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ভাটিপাড়ার মরহুম আবুল মহিসন আলীর ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, আজহার চৌধুরীর বড় ভাই গোলাম মোস্তফা চৌধুরী ১৯২৬ সাল থেকে ৩৬ সাল পর্যন্ত দিল্লীর কাউন্সিল অফ স্টেইটের আসাম অঞ্চলের একমাত্র মুসলমান মেম্বার ছিলেন। শুধু তাই নয়, ১৯৩৬ সাল থেকে ৪৭ সাল পর্যন্ত ন্যাশনাল কাউন্সিলের এমএনসি ছিলেন। 

হামিদুল কিবরিয়া চৌধুরী আজহারের উল্লেখ্য কিছু কাজের গঠনমূলক দিক তুলে ধরা হলো: 

ছাত্র জীবন থেকে রাজনীতিতে হাতেখড়ি হামিদুল কিবরিয়া চৌধুরী আজহারের। ১৯৮৪ সালে বাসদ মদনমোহন কলেজ কমিটির 'প্রচার সম্পাদকের' দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৮৫ সালে সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট জেলা কমিটিতে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। 

সিলেটে ২০২২ সালে ভয়াবহ বন্যায় বসত ভিটা হারানো মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী (টিন) বিতরণ করেন। তার উপজেলায় অর্থাৎ ঢাকায় বসবাসরত দিরাইনাসীদের প্রাণের সংগঠন ' দিরাই এসোসিয়েশন ঢাকা' (ডিএডি) এর পর পর দুইবার সভাপতি ছিলেন। এ ছাড়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দলনের অগ্রণীভূমিকা পালন করে। হামিদুর কিবরিয়া চৌধুরী আজহার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমকম পাশ করেন।  

আমাদেরকাগজ/এমটি