??????? ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০২

রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইখাল এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক যুবকের নিহতের খবর পাওয়া গেছে। গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

নিহতের নাম, মো. মাসুদ (৩০)। মাসুদ নোয়াখালীর চাটখিল থানার আলী হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় থাকতেন।

নিহতের ভাই রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে কোথায় কীভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, এ বিষয়ে এখনও জানতে পারিনি। তবে যাত্রাবাড়ীর ধোলাইখাল এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরেছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি