??????? ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৫৩

রাজধানীতে কিশোরকে আটকে রেখে রাতভর নির্যাতন, অতঃপর...

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগ তুলে এক কিশোরকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। জানা যায়, সারারাত অমানুবিক নির্যাতনের পর পরিবারকে খবর দেওয়া হয়। এর পর বাসায় নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পরিবারের অভিযোগ, মোহাম্মদপুর আজিজ মহল্লার বরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে রড চুরির অভিযোগে রাতভর মারধর করা হয় ১৪ বছরের কিশোর আকাশকে। ভোরে আকাশের ফুফুকে ফোন করে তাকে নিয়ে যেতে বলা হয়। ফুফুর অভিযোগ, মারধরের কারণে দাঁড়াতেও পারছিল না আকাশ।  

এলাকাবাসী জানান, রাতে ওই কিশোরকে মারধর করার সময় বাধা দিলেও তা শোনেননি নির্মাণাধীন ভবনের শ্রমিকরা। এ সময় সুষ্ঠু বিচারের দাবিতে ওই বাড়িটি ঘিরে রাখেন স্থানীয়রা।  

মোহাম্মদপুর থানার ওসি মো. মাহফুজুল হক ভূঁইয়া জানান, কিশোরের সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ভবনের সবাই। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আমাদেরকাগজ/এমটি