??????? ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৪৩

যাত্রাবাড়ীতে পু‌লিশের স‌ঙ্গে জামায়াতের সংঘ‌র্ষ, আটক ৪০ নেতাকর্মী

ইন্টারনেট

ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক : আবা‌রও সংঘ‌র্ষে জড়ি‌য়েছে জামায়াত ইসলামী। আজ (শুক্রবার) সকাল ৮টার দি‌কে রাজধানীর যাত্রাবাড়ীতে এক‌টি মি‌ছিল বের ক‌রে জামায়াত ইসলামী। এসময় পু‌লিশ বাধা দি‌লে পু‌লিশের উপর হামলা চালায় ও পু‌লিশের সাথে  সংঘ‌র্ষে জড়ি‌য়েছে জামায়াতে ইসলামী। এসময় তাদের ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মীকে আটক ক‌রে পু‌লিশ।

এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পরে আশপাশের এলাকা গুলোতেও। 

  ঘটনাকালে পু‌লিশ টিয়ার‌শেল নি‌ক্ষেপ ও লা‌ঠিচার্জ ক‌রে তা‌দের ছত্রভঙ্গ ক‌রে দেয়। আহত হন জামায়া‌তের ১০ থে‌কে ১২ জন নেতাকর্মী। ঘটনাস্থল থে‌কে আটক করা হয় ৪০ জ‌নের বে‌শি নেতাকর্মী‌কে। তা‌দের বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধা, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নেতাদের মুক্তি ও সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এক‌টি মি‌ছিল বের ক‌রে জামায়াত ইসলামী।

আমাদেরকাগজ/এমটি