??????? ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪২

ছেলের মুখে ভাত অনুষ্ঠান, সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বাবা নিহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বাবা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে। গত কাল ( শুক্রবার ) রাতে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. লিটন শেখ (৩০) বড় মুচকুরনী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, (শুক্রবার) সকাল থেকে ছেলের মুখে ভাত উপলক্ষে বাড়িতে তার সব আত্মীয়-স্বজনরাও উপস্থিত হন। এ সময় ছেলে রহমতউল্লাহর ওই অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করা হচ্ছিল। কিন্তু হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে গান থেমে যায়। এ সময় লিটন নিজেই বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

চেয়ারম্যান মো. খোকন মিয়া জানান, (শুক্রবার) দুপুরে সাউন্ড বক্স ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিটন মারা যান।

আমাদেরকাগজ/এমটি