??????? ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৩৭

কবজি কেটে টিকটক ভিডিও, গ্রেপ্তার ৭

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : যুবকের কবজি কেটে সেই কবজি নি‌য়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ৭ জনকে আটক করেছে র‍্যাব। ভিডিওটি সামাজিক যোগা‌যোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর অভিযানের এক পর্যায় ৭ সদস্যের ওই গ্যাংটি র‍্যাবের কাছে আটক হয়। 

জানা যায়, ভুক্তভোগীর নাম আরমান। তিনি মোহাম্মদপু‌রে থাকেন। আজ (শনিবার) সংবাদ সম্মেলনে এসব জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

তিনি জানান, কব‌জি কাটা গ্রুপ নামে পরিচিত এই গ্রুপটি। এর আগেও এমন নানা ঘটনা ঘটিয়েছে যার প্রমাণ মেলে সি‌সি ক্যামেরার ফুটেজে। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, তারা মূলত ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এছাড়া মানুষের অঙ্গহানি ক‌রে টিকটক করা এ কি‌শোর গ্যাং গ্রুপের নেশা বলেও জানায় র‍্যাব। এই গ্রুপের বাকি সদস্য ও পেছনে কারা রয়েছে তা‌দের খুঁজে বের ক‌রে আইনের আওতায় আনা হবে বলেও জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক।

আমাদেরকাগজ/এমটি