??????? ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:২১

৪.৫ মাত্রার 

ভূমিকম্পে কাঁপল সিলেট

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : ভূমিকম্প আঘাত এনেছে সিলেটে। আজ (শনিবার) বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। 

তবে ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আজ বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার দূরে সিলেটে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।

আমাদেরকাগজ/এমটি