আন্তর্জাতিক ডেস্ক: ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার দেশটির মালুকু প্রদেশে আঘাত আনে ভূমিকম্পটি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্স ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বললেও ইন্দোনেশিয়ান জিওলজি এজেন্সি জানিয়েছে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি কোনো সংস্থা থেকেই।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটির উৎস ছিল উত্তর মালুকু থেকে ১১ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ১৬৯ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মিলেনি।
আমাদেরকাগজ/এইচএম