??????? ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৫

পর্যটকদের নিরাপত্তা: কক্সবাজারে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : দেশের বৃহত্তর পর্যটক কেন্দ্র কক্সবাজারের নিরাপত্তা জোরদারে ও চুরি–ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের জন্য সমুদ্র সৈকতসহ শহরজুড়ে বসানো হবে প্রায় ২৫০টি সিসি ক্যামেরা। এর মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বসাবে ১৫০টি ক্যামেরা এবং বাকী ক্যামেরাগুলো বসাবে কক্সবাজার পৌরসভা। ইতোমধ্যে পৌরসভার উদ্যোগে ২৫টি স্থানে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। 

এ মাসের মধ্যেই বাকী ৭৫টি স্থাপন করা হবে। যা তদারক করা হবে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে। 

মঙ্গলবার সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবুল কালাম সিদ্দিক বলেন, এলাকায় অপরাধ দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করবে।

এছাড়া জেলা শহরে অবস্থিত হোটেল ও মোটেল মালিকদের জাতীয় পরিচয়পত্র ছাড়া হোটেলের কক্ষ ভাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।

হুঁশিয়ারি জারি করে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি বলেন, হোটেল ও মোটেল মালিকরা নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদেরকাগজ/এমটি