আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের অ্যাপার্টমেন্ট ভবনে আগ্নিকাণ্ডে কয়েকজন শিশুসহ ৫৬ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে আগুন লাগে হ্যানয়ের ওই অ্যাপার্টমেন্ট ভবনে। ভবনটির বিভিন্ন অ্যাপার্টমেন্টে বসবাস করতেন প্রায় দেড়শ’ জন মানুষ।
হ্যানয় পুলিশের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ভিয়েতনামের সংবাদমাধ্যমগুলোর টেলিভিশন ফুটেজে গভীর রাতে ওই ভবনে একাধিক কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। মই এবং হোসপাইপ দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর তৎপরতাও ধরা পড়েছে ভিডিও ফুটেজে।
আহতদের মধ্যে আগুনে পোড়ার পাশাপাশি হাত-পা ভাঙা লোকজনও আছেন অনেক। আগুন লাগার পর আতঙ্কে ভবনের জানালা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে হাত-পা ভেঙেছেন তারা। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি থাকায় ইতোমধ্যে ওই অ্যাপার্টমেন্ট ভবনটির মালিক এনঘিয়েম কুয়াং মিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়।
আমাদেরকাগজ/এইচএম