সারাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০১:০৮

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয় বলে জানা গেছে। আজ (শনিবার) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এতে বলা হয়, (শুক্রবার) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৯৪৮ পিস ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ২ কেজি ৩৪৪ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা ও ১৪ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি