জাতীয় ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৯

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া

আমাদের কাগজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খালেদা জিয়া। এরআগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। 

সবশেষ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং (রোববার) গভীর রাতে সিসিইউতে নেয়া হয়। এদিকে আজ (সোমবার) খালেদা জিয়ার অসুস্থের বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা ইউএনবি।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বলেন, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী (রোববার) রাত দেড়টায় সিসিইউতে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে।’

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর বিভিন্ন সময় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হয়।এরই মধ্যে তার হার্টে ৩ টি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।

আমাদেরকাগজ/এমটি