অর্থ ও বাণিজ্য ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০২:১৯

ডিম আমদানি : ভারতে সাড়ে আট টাকা, দেশে আসলে কত হবে ?  

আমাদের কাগজ ডেস্ক : ডিমের বাজার নিয়ন্ত্রণ আনতে এবার ভারত থেকে ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে এটি বলা হয়। জানা যায়, বাজার স্থিতিশীল রাখতে এমন সিদ্ধন্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী আজ (সোমবার) দুপুরে এ বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের দাম নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আলু, ডিম ও দেশি পেঁয়াজের মূল্য নির্ধারণের কথা জানান। তবে সরকারের নির্ধারিত কাঠামোগত দাম মানতে নারাজ ব্যাবসায়ী মহল। 

এদিকে নির্ধারিত দামে পণ্য বিক্রি না করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয় প্রতি পিস ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১২ টাকা ও হালি ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপরও দাম নিয়ন্ত্রণে না আসাতে নীতিগতভাবে ডিম আমদানির সিদ্ধান্ত এসেছে।

গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

উল্লেখ্য, গতকাল কলকাতায় এক হালি মুরগির ডিম বিক্রি হয়েছে ২৬ রুপিতে (৩৪.২৯ টাকা)। প্রতি পিসে যার দাম আসে সাড়ে আট টাকা।

এত সবের মধ্যে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। সেটি হচ্ছে, দেশে নিত্য পণ্যের দাম বাড়লে বিদেশ থেকে আমদানি মুখী হয় বাংলাদেশ। তবে এর ধারাবাহিকতা কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। 

এর আগে চলতি বছরে মরিচ,পেঁয়াজ এবার ডিম আমদানি করবে বাংলাদেশ। 

আমাদেরকাগজ/এমটি