বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০১

২২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে আইফোন ১৫ ও ১৫ প্রো

আমাদের কাগজ ডেস্ক : আবারো সারা ফেলেছে প্রথম সারির মোবাইল কোম্পানি অ্যাপল। প্রতিষ্ঠানটি প্রতিবারের মত এবারও কথা রেখেছে। বাজারে নিয়ে এসেছে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো। এর আগে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্বের এই প্রভাবশালী মোবাইল ফোন কোম্পানির নির্মাতা
 
বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে অ্যাপল-ভক্তদের কাছে বিশ্বস্ত পণ্যের নাম হয়ে উঠেছে আইফোন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশজুড়ে নতুন আইফোন বাজারে আসা নিয়ে তৈরি হয় চরম উন্মাদনা।

প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে ফোনপ্রেমীদের জন্য অ্যাপলের এই পণ্যে থাকছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স এবং মোবাইল গেমিংয়ে সহায়তা করবে।

গত (১২ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৫ ও ১৫ প্রোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অ্যাপলের মার্কেটিং বিভাগের প্রধান গ্রেগ জসভিয়াক এই দুই পণ্যের বিশেষত্ব তুলে ধরে বলেন, 'আইফোন ১৫ ও ১৫ প্রো আমাদের সেরা ও সর্বকালের সেরা পণ্য'। এসব পণ্যের গুণগান করতে গিয়ে প্রতিষ্ঠানটি পক্ষ থেকে দাবি করা হয়, এগুলোর ক্যামেরার ক্ষমতা 'সাতটি পৃথক লেন্সের' সমান। এর ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে খুব অল্প আলোতেও সুন্দর ছবি তোলা যাবে।


টাইটেনিয়াম রাসায়নিক উপাদানে তৈরি আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সের স্ক্রিন যথাক্রমে ছয় দশমিক এক ইঞ্চি ও ছয় দশমিক সাত ইঞ্চি। এগুলোয় ব্যবহার করা হয়েছে এ-সেভেনন্টিন প্রো চিপ। অ্যাপলের দাবি অনুসারে, এই চিপের কারণে যেকোনো স্মার্ট ফোনের তুলনায় খুবই দ্রুতগতির পারফরমেন্স পাওয়া যাবে আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে।


কবে আসবে বাজারে?

গত (১২সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপলের সদ্য ঘোষিত নতুন সিরিজের আইফোনগুলো আগামী ২২ সেপ্টেম্বর বাজারে আসবে।

একই দিনে প্রতিষ্ঠানটি স্পোটর্সবান্ধব অ্যাপল ওয়াচ আলট্রা টুও বাজারে আনবে।


দাম কত?

অ্যাপলের ঘোষণায় জানা গেছে, আইফোন ১৫'র দাম ৭৯৯ ডলার। ছয় দশমিক সাত ইঞ্চির আইফোন ১৫ প্লাসের দাম ৮৯৯ ডলার।

এ ছাড়াও, ব্র্যান্ড-নিউ শক্তিশালী এ-ফিফটিন প্রো প্রসেসরের ছয় দশমিক এক ইঞ্চির আইফোন ১৫ প্রোর দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে।

ছয় দশমিক সাত ইঞ্চির আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম এক হাজার ১৯৯ ডলার।

উল্লেখ্য, অ্যাপলের সাবেক সিইও ও প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রথম আইফোন অবমুক্ত করেন ৯ জানুয়ারি ২০০৭ তারিখে। প্রথম আইফোনের বাজারজাতকরণ শুরু হয় ২৯ জুন ০৭ তারিখে

আমাদেরকাগজ/এমটি