আইন ও আদালত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৪

রাজধানীতে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এসময় আটক কৃতদের থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য পাওয়া গেছে বলে জানায় তারা। 

আজ (মঙ্গলবার) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল (সোমবার) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা আরও জানায় আটক কৃতদের কাছ থেকে ৪ হাজার ৭২১ পিস ইয়াবা, ১৩৪ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি