নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাই উপজেলায় গণসংযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ১৪দলীয় জোটের কেন্দ্রীয় নেতা এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১৪দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার, খাগাউড়া বাজার, ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর বাজারে দিনব্যাপী গণসংযোগ করেছেন তিনি।
গণসংযোগে আজহার চৌধুরীর সাথে ছিলেন, উপজেলা জাসদের সভাপতি ও ১৪দলীয় জোটের নেতা জয়নাল আবেদীন, উপজেলা বাসদ নেতা মো. তোফায়েল আহমদ ও মোহীনি মোহন দাস, জাসদ নেতা আলমগীর হোসেনসহ ১৪দলীয় জোটের নেতা-কর্মীরা।
গণসংযোগের এক পর্যায়ে আজহার চৌধুরী ভাটিপাড়ায় গরীব, অসহায় ও দুঃস্থ নারীদের মধ্যে টিন বিতরণ করেন এবং টিন কিনার জন্য অর্থ সহায়তা করেন।
এর আগে আজহার চৌধুরী ভাটিপাড়া পঞ্চগ্রাম হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষের আমন্ত্রণে মাদ্রাসায় যান এবং নির্মাণাধীন মাদ্রাসা ভবন পরিদর্শন করেন।