বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৫ অক্টোবর, ২০২৩ ০৯:০৭

আসছে টিকটকারদের জন্য নতুন সুবিধা, ব্যবহারকারীদেরও দিতে হবে ফি

আমাদের কাগজ ডেস্ক : বিনোদনের আরেক নাম টিকটক। আক্ষরিক অর্থে বলা যায়, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিনোদনের সেরা একটি মাধ্যম এটি। বাড়তি আয়ের জন্য প্ল্যাটফর্মটি বিজ্ঞাপনমুক্ত নতুন সাবস্ক্রিপশনের পরিকল্পনা নিয়েছে বলে টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে। যা এখনও পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে ছোট আকারে ইংরেজি ভাষা–ভাষীদের ওপর এই পরীক্ষা শুরু করা হয়েছে। 

যদিও এর আগে স্নাপচ্যাট ও এক্সের (টুইটার) পর এবার ভিডিও শেয়ারি প্ল্যাটফর্ম টিকটকের ব্যবহারকারীদের ওপরও আরোপ করা হচ্ছে। 

জানা যায়, এই সাবস্ক্রিপশন ফি হবে ৪ দশমিক ৯৯ ডলার। তবে বিজ্ঞাপনমুক্ত ফিচার ছাড়া আর কোনো সুবিধা সাবস্ক্রিপশনের মাধ্যমে পাওয়া যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। 

যদিও এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, টিকটক অ্যাপের একটি কোডে সাবস্ক্রিপশন প্ল্যান পরীক্ষা–নিরীক্ষা শুরু করবে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, টিকটক অ্যাপের একটি কোডে সাবস্ক্রিপশন প্ল্যান খুব তাড়াতাড়ি কার্যকারী হবে। তবে বিজ্ঞাপনমুক্ত ফিচার ছাড়া আর কোনো সুবিধা সাবস্ক্রিপশনের মাধ্যমে পাওয়া যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। 

এতে বলা হয়, এই সাবস্ক্রিপশনের আওতায় শুধুমাত্র টিকটিকের বিজ্ঞাপনই থাকবে। ইনফ্লুয়েন্সারদের মার্কেটিং বা ক্যাম্পেইন এর আওতায় পড়বে না।

উল্লেখ্য,এবছরের শুরুতে ‘শপ’ ফিচার চালু করে টিকটক, যা ব্যবহারকারীর পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্যও নতুন ধারা অব্যাহতের পাশাপাশি নিয়ে আসবে বাড়তি সুবিধাও। এই ফিচারের মধ্যে ক্রিয়েটর ও ব্যবসায়ীদের অ্যাফিলিয়েটেড ভিডিও সরাসরি ব্যবহারকারীর ফিডে শেয়ার করা যাবে।

২০১৬ সালে চালু করা হয়েছিল টিকটক। টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং।

আমাদেরকাগজ/(এমটি)