আন্তর্জাতিক ৫ অক্টোবর, ২০২৩ ০১:২৭

গাঁজায় তৈরি চকলেট খেয়ে ৬০ শিশু অসুস্থ   

আমাদের কাগজ ডেস্ক : গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে ৬০শিশু অসুস্থের খবর উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। ঘটনাটি ঘটে ক্যারিয়বীয় দেশ জামাইকাতে। এতে বলা হয়, দেশটির একটি  প্রথমিক বিদ্যালয় এমন কান্ড ঘটে। আর এতে হতবম্ব দেশটির নাগরিক মহল। 

এমনকি ১২ বছরের শিশুদের দেহেও এর উপস্থিতি পাওয়া যায় বলে জানা গেছে। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়াম। খবর বিবিসির

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) তিনি জানান, ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানী থেকে ৫০ মাইল দূরে, সেন্ট আন এলাকায়। তিনি বলেন, চকলেট খেয়ে বেশ কিছু শিশু শিক্ষার্থী প্রথমে বমি করা শুরু করে। এবং এর প্রবণতা বাড়লে কারও কারও হ্যালুসিনেশন হতে থাকে।

শিক্ষামন্ত্রী জানান, অসুস্থ শিশুদের সুস্থ করতে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

২০১৫ সাল থেকে দেশটিতে প্রাপ্ত বয়স্কদের গাঁজা গ্রহণ বৈধ রয়েছে। ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জামাইকায় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ২ আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন।

আমাদেরকাগজ (এমটি)