আন্তর্জাতিক ৭ অক্টোবর, ২০২৩ ০৮:৩০

সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে কাতার। শনিবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের জনগণের সঙ্গে চলমান উত্তেজনা ও সহিংসতার জন্য একমাত্র ইসরায়েল দায়ী।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ শুরু করার অজুহাত হিসেবে এ রকেট হামলাকে ব্যবহার করছে। এ থেকে ইসরায়েলকে থামাতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে কাতার।

এদিকে ইসরায়েলকে দোষারোপের পাশাপাশি উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় এর বিকল্প নেই বলেও উল্লেখ করা হয়।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে।

প্রথমদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছিলেন, আজকের নজিরবিহীন রকেট হামলার পর শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি ২২ জন নিহত হয়েছে। তবে এখন ইসরায়েলি স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৭৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম