আন্তর্জাতিক ৯ অক্টোবর, ২০২৩ ০৮:৩৩

ফিলিস্তিনিদের পাশে এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে লড়াই থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে আঙ্কারা কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে।

আজ রবিবার (০৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন। 

ইস্তাম্বুলে এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আঞ্চলিক শান্তি অর্জনের একমাত্র উপায় দ্বি-রাষ্ট্র সমাধান। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে উঠেছে।

এর আগে শনিবার সকালে ইসরায়েলে ‘আল আকসা ফ্লাড’ অপারেশন শুরু করে হামাস। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৬০০ ছাড়িয়েছে। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


আমাদেরকাগজ/এইচএম