আন্তর্জাতিক ৯ অক্টোবর, ২০২৩ ০১:৫০

ইসরায়েলে হামাসের হামলা, তেলের দাম বেড়েছে ৪ শতাংশের বেশি 

আমাদের কাগজ ডেস্ক : এবার তেলের চাহিদা বৃদ্ধি বা উৎপাদন হ্রাসের কারণে নয়, দাম বেড়েছে রাজনৈতিক কারণে।এমনটাই শোনা যাচ্ছে আন্তর্জাতিক মহল গুলোতে। এদিকে ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধ- ক্ষেত্র তৈরি হয়েছে। এরই প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার।

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সংঘাতের কারণে আজ (সোমবার) সকালে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ে। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়েছে চার শতাংশের বেশি।

আন্তর্জাতিক সংবাদ সিএনবিসি টিভি ১৮-এর খবর অনুসারে, সোমবার (৯ অক্টোবর) লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।

অথচ তিনদিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল বলে জানিয়েছে রয়টার্স।

এদিন দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। সোমবার এশীয় বাজারে ডব্লিউটিআই’র দাম ৪ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসের পর তেলের দাম বাড়তে শুরু করেছিল। একপর্যায়ে তা ব্যারেলপ্রতি ৯৫ ডলারে উঠে যায়। তবে এরপর তেলের দাম আবার কমতে শুরু করে এবং একপর্যায়ে ব্যারেল প্রতি ৮৪ ডলারে নেমে যায়। গত সপ্তাহেও তেলের দাম কমেছে। 

এএনজেড ব্যাংকের বিশ্লেষকেরা এক নোটে লিখেছেন, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে তেলের দামও বাড়বে। তেলের দামে আরো উত্থান–পতন প্রত্যাশা করা হচ্ছে।

ইসরায়েলের কর্তৃপক্ষ এই হামলার পেছনে ইতিমধ্যে ইরানের সম্পৃক্ততার দিকে আঙুল তুলেছে; বাজারও সেই সম্ভাবনার আশঙ্কা করছে।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের বিশ্লেষক বিবেক ধর এক নোটে বলেছেন, দীর্ঘ মেয়াদে তেল সরবরাহ ও পরিবহন কমলে তেলের বাজারে লম্বা সময়ের জন্য এই সংঘাত প্রভাব ফেলবে।

বিবেক ধর আরও বলেন, পশ্চিমা দেশগুলো আনুষ্ঠানিকভাবে হামাসের হামলার সঙ্গে ইরানি গোয়েন্দা বাহিনীর সম্পৃক্ততার কথা বললে দেশটির তেল সরবরাহ ও রপ্তানি হুমকির মুখে পড়বে।

আমাদেরকাগজ/(এমটি)