বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১০ অক্টোবর, ২০২৩ ০১:১৪

১৬৫ কোটি ডলারে ইউটিউব কিনে নিল গুগল 

আমাদের কাগজ ডেস্ক : জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব বিক্রি করা হয়েছে। নিজেদের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা গুগল অ্যাডসেন্সের রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে ইউটিউব কেনার অন্যতম বলে জানা গিয়েছে। 

এর আগে ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি অনলাইনে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব প্রতিষ্ঠা করেন স্টিভ চ্যান, চ্যাড হারলি ও জাভেদ করিম। এখন এটি গুগল এলএলসির মালিকানাধীন কোম্পানি। 

চলতি বছরের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, প্রতি মাসে ইউটিউবের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৫১ কোটি ৪০ লাখ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ব্রুনোতে ইউটিউবের সদর দপ্তর।

ইউটিউবের অন্য পণ্যগুলো হলো: ইউটিউব কিডস, ইউটিউব মিউজিক, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব শর্টস ও ইউটিউব টিভি। 

আমাদেরকাগজ(এমটি)