আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বিমান হামলায় এক হামাস কমান্ডার সপরিবারের নিহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নিজ বাড়িতে নিহত হন আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার তালাল আল-হিন্দি। এ সময় তার স্ত্রী ফাদওয়া, মেয়ে ইসরা ও ভাতিজি বারা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামাস কমান্ডার তালাল আল-হিন্দির বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে বাড়িটি মুহূর্তেই ধসে ধ্বংসস্তুপে পরিণত হয়। এতে কয়েক ডজন মানুষ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইসরাইলি বিমানবাহিনীর হামলায় সপরিবারে নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহসিন। হামাস সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির শেখ রেদওয়ানে জিহাদ মহসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এছাড়া ওইদিন হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্যও ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারান বলে জানায় ফিলিস্তিনি সংবাদমাধ্যম।
ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামাসের সহ-প্রতিষ্ঠাতা ও নেতা আব্দেল আজিজ আল-রানতিসির বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সী জামিলা আল-শান্তিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরাইল। হামাসের সহ-প্রতিষ্ঠাতা আব্দেল আজিজও ২০০৪ সালে এক বিমান হামলায় নিহত হয়েছিলেন।
আমাদেরকাগজ/এইচএম