রাজনীতি ২২ অক্টোবর, ২০২৩ ০১:২৮

২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে মহানগর আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। সেদিন দুপুর ২টায় রাজধানীর গুলিস্তান জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইট প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ (বোরবার) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির মতে, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া  শান্তি ও উন্নয়ন সমাবেশটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

আমাদের কাগজ/এমটি