আন্তর্জাতিক ২৬ অক্টোবর, ২০২৩ ১০:৫৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির আইন প্রয়োগকারী কর্মকর্তারা। এর আগে (বুধবার) (২৫ অক্টোবর) রাতে লুইস্টননের একটি বোলিং অ্যালে, একটি রেস্টুরেন্ট এবং ওয়ালমার্টের একটি বিতরণকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

তে বলা হয়, হামলাকারী পলাতক রয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। মেইন শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ।

সিএনএন এর আগে জানিয়েছিল, হামলায় ১৬ জন নিহত এবং আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

এছাড়া মেইন স্টেট পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে হামলাকারীকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, লিউইস্টন শহরের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। যা রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর।

হোয়াইট হাউজ জানিয়েছে, বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

আমাদেরকাগজ/এমটি