আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০২৩ ০২:৪৮

কারাগারে অনশন শুরু নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির

আমাদের কাগজ ডেস্ক: নার্গিস মোহাম্মাদি, চলতি বছর শান্তিতে নোবেল পেয়েও কারাগারে থেকে আলোচনার র্শীষে উঠে আসা একটি নাম। ইরানি মানবাধিকারকর্মী হিসেবে বেশি পরিচিত এই নার্গিস অনশন শুরু করেছেন। যার সূত্র ধরে আবারও আলোচনা ঠাঁই মেলে তার। 

জানা যায়, কারাবন্দি এই মানবাধিকারকর্মীকে চিকিৎসাসেবা না দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তিনি অনশন করছেন। খবর আলজাজিরার।

৫১ বছর বয়সী নার্গিস গত সোমবার (৬ নভেম্বর) থেকে অনশন শুরু করেন। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে বন্দি আছেন এখন। এবার মূলত নারী বন্দিদের চিকিৎসা নিয়ে অবহেলা এবং নারীদের বাধ্যতামূলক হিজাব পরার নীতির প্রতিবাদে আজ থেকে অনশন শুরু করেছেন তিনি।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছেন (৫১)নার্গিস মোহাম্মদি। কিন্তু গত সপ্তাহে মাথায় স্কার্ফ পরতে অস্বীকার করায় তাকে হাসপাতালে যেতে দেয়নি কারা কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যদের অভিযোগ, নার্গিসের হৃদপিণ্ডে তিনটি ব্লক রয়েছে। তিনি ফুসফুসের সমস্যায় ভুগছেন। 

এই নিয়ে ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। এখনো কারাগারে রয়েছেন তিনি।

আমাদেরকাগজ/এমটি