উন্নয়ন সংবাদ ৭ নভেম্বর, ২০২৩ ০৬:৫৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে আশুলিয়া-আবদুল্লাহপুর রুটে

আমাদের কাগজ ডেস্ক: ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ার পর থেকে যানজট লেগে থাকে সারা বছর। তবে এবার মুক্ত নগর গড়তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক প্রকল্প হাতে নিয়েছে সরকার। উড়াল সড়কটি চালু হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার যানবাহন সরাসরি চলে যেতে পারবে। এর সুবিধা পাবে রাজধানীবাসীও।  

ঢাকার আশুলিয়া থেকে আবদুল্লাহপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। প্রকল্পটির নির্মাণ কাজ করছে‘ চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট এক্সপোর্ট করপোরেশন’। 

এই পথে থাকছে আশুলিয়া-কাওলা ২৪ কিলোমিটার হবে উড়াল সড়ক। যুক্ত হবে রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলায়ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। 

ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আরেকটি উড়াল সড়ক যুক্ত হচ্ছে। ঢাকার আশুলিয়া থেকে উত্তরার আবদুল্লাহপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কে তৈরি হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। 

প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা। এর আগে ২০১৫ সালে প্রকল্প অনুমোদনের ৭ বছর পর এই সড়কের কাজ শুরু হয় গত বছর। 

আশুলিয়া-বাইপাল-আবদুল্লাহপুর হয়ে এটি শেষ হবে বিমানবন্দরের কাওলা এলাকায়। এরপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। যা শেষ হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ির কুতুবখালীতে।

চার লেনের এই উড়াল সড়কের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ। মাটি থেকে ১০ মিটার উপরে নির্মিত হবে সড়ক। ২৪ কিলোমিটার পথে ওঠানামারপথ বা ল্যাম্প থাকবে ১৪টি। আশুলিয়া এলাকায় আলাদা দুটি সেতু নির্মাণ হবে টোল ছাড়া স্থানীয়দের চলাচলের জন্য। 

প্রকল্পের ৬০ শতাংশ অর্থ দিচ্ছে চায়না এক্সিম ব্যাংক। ২০২৬ সালের জুনে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে সেতু কর্তৃপক্ষের।

আমাদেরকাগজ/এমটি