রাজনীতি ৮ নভেম্বর, ২০২৩ ০১:২৫

আরও যারা যাচ্ছে তৃণমূল বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সমর্থক, আইনজীবী ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। আজ নতুন করে ‘তৃণমূল বিএনপি’তে যোগদান করেছে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তৃণমূল বিএনপি’তে যোগ দিয়ে উঠে এসেছে আরও কিছু নাম। 

এই পর্যন্ত  তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন যারা তারা হলেন...

 

১. সিরাজুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ।

২. কর্নেল (অব.) সাব্বির আহমেদ, যশোরের অভয়নগর, জাতীয় পার্টি থেকে।

৩. শরিফুজ্জামান, টাঙ্গাইল, আওয়ামী লীগ পরিবারের বলে দাবি।

৪. এডভোকেট মাহবুব হাসান তুষার, গাজীপুর ।

৫.ডাক্তার আইভী, আগে জাতীয় পার্টি করতেন।

৬. মোহাম্মদ মাইনুদ্দিন, কুমিল্লা ২, মহাসচিব পল্লী উন্নয়ন পার্টি।

৭. আবুল কালাম আজাদ সাইফুদ্দিন, শিক্ষক, নীলফামারী, বিএনপির সমর্থক।

৮.ফায়েজ আহমেদ ভূঁইয়া, জাতীয়তাবাদী গার্মেন্টস ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন।

৯. আবু রায়হান, বগুড়া সদর, বিএনপি সমর্থক।

১০. সাজিদ খান, নারায়ণগঞ্জ, দলিল লেখক। 

১১. লস্কর হারুনা রশিদ, ঝালকাঠি ।

১২. শাহাদত চৌধুরী, চট্টগ্রাম ।

১৩. সন্তোষ শর্মা, চট্টগ্রাম, সাবেক ছাত্রলীগ নেতা। 

১৪. মোহাম্মদ জাহিদ উদ্দিন, পটুয়াখালী ।

১৫. সৈয়দ আহমেদ, নোয়াখালী ১, গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন । 

১৬. মোঃ শাহ আলম, কক্সবাজার ১, আওয়ামী লীগ পরিবারের বলে দাবি। 

১৭.  সুমন মন্ডল, বগুড়া সদর, ব্যবসায়ী, বিএনপি সমর্থক। 

১৮. অপু বদ্ধ, ঢাকা ১৭, এর আগে কোন দল করতেন না।

১৯. মোঃ শহিদুল ইসলাম,