রাজনীতি ১৬ নভেম্বর, ২০২৩ ০৩:৫৯

৪৮ ঘণ্টার হরতালের ডাক গণঅধিকার পরিষদের

আমাদের কাগজ ডেস্ক: তফসিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ)। আজ বৃহস্পতিবার ১৬ নভেম্বর, পুরানা পল্টন বিজয় নগরে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার সোমবার (১৮ ১৯ নভেম্বর) ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে দলটি।

এর আগে গতকাল ১৫ নভেম্বর, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এদিকে তফসিল ঘোষণার আগে থেকেই প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেছিলেন, তফসিল ঘোষণা হলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দেওয়া হবে।

আর তফসিল ঘোষণার পর নুর বলেন, কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়াই সরকারের পরামর্শে নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে।

আমাদেরকাগজ/এমটি