খেলাধুলা ১৯ নভেম্বর, ২০২৩ ০৯:৫৬

বিশ্বকাপ ২০২৩ ফাইনাল

ভারতকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতকে স্তব্ধ করে ষষ্ঠ চ্যাম্পিয়ন  অস্ট্রেলিয়া।  একমাত্র দল হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ট্রফির দেখা পেলো মাইটি অস্ট্রেলিয়া। ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। 

ভারত: ২৪০/১০ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া: ২৪১/৪ (৪৩ ওভার) 

হেডের সেঞ্চুরি, উড়ছে অস্ট্রেলিয়া

কুলদীপের বলে সিঙ্গেল নিয়ে মাত্র ৯৫ বলে সেঞ্চুরির দেখা পান হেড। একই ওভারে টানা দুই চারের মারে সেঞ্চুরির কাছে যান। ৬৪ ওয়ানডেতে হেডের এটি পঞ্চম শতক। শুরুতে ৩ উইকেট হারানোর পর তার ব্যাটে ভর করেই মূলত ম্যাচের নাটাই হাতে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন লাবুশানে। সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির দেখা পেলেন ট্রাভিস হেড। আর রান তাড়ায় নেমে দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি ব্যাটার। ১৯৯৬ সালে অরবিন্দ ডি সিলভা সেঞ্চুরি হাঁকছিলেন রান তাড়া করতে নেমে। আর এবার হেড। 

হেড-লাবুশানের সেঞ্চুরির জুটিতে নাটাই অস্ট্রেলিয়ার হাতে

৪৭ রানের মধ্যে ৩ উইকেট নিয়ে দারুণ শুরুর বার্তা দিয়েছিল ভারত। এরপরের গল্প শুধু অজিদের। লাবুশানেকে সঙ্গে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়েন হেড। দুজনের সেঞ্চুরির জুটিতে ম্যাচের নাটাই এখন অস্ট্রেলিয়ার হাতে। ১১৯ বলে দুজনের জুটির শতরান পূর্ণ হয়। উইকেটের খোঁজে মরিয়া ভারত। ১২০ বলে ৭৪ রান প্রয়োজন অজিদের, হাতে ৭ উইকেট।  


আমাদেরকাগজ  / এইচকে