রাজনীতি ২০ নভেম্বর, ২০২৩ ১১:৫৬

৪৮ ঘণ্টার হরতালে ট্রেনসহ ১৮টি যানবাহনে আগুন

আমাদের কাগজ ডেস্ক: ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দল। এদিকে ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল পর্যন্ত ২৭ ঘণ্টায় ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ সোমবার ২০ নভেম্বর, ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি বলেন, এ দফার হরতালে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই, সাতকানিয়ায় চারটি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় নয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি অটোরিকশা, একটি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়।

অগ্নিনির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯টি ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করে বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনের সকালে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় কাওরান বাজারের সোনারগাঁও সড়ক ও সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জ মোড়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন রুহুল কবির রিজভী।

এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, মহসিন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সদস্য রাকিব রায়হান, ঢাবির বিএম কাওসার, মহানগর ছাত্রদলের মিরাজ, আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ফয়সাল প্রধান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরনসহ ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, সরকারের চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধভাবে আর কতদিন মসনদ ধরে রাখবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

আমাদেরকাগজ/এমটি