জাতীয় ২০ নভেম্বর, ২০২৩ ১২:৫১

এক বছর দুই মাস ২০ দিন পর মুক্তি

জেলহাজত থেকে বেড়িয়ে পরীক্ষায় অংশ নিয়েছে খাদিজা

আমাদের কাগজ ডেস্ক: মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। তবে কারাভোগ শেষে মুক্তি পাওয়ার ২ ঘণ্টা পরই পরীক্ষায় অংশ নিয়েছেন এই শিক্ষার্থী। 

আজ সোমবার বেলা ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেন তিনি।

সকাল ১০টায় পরীক্ষার সময়সূচি থাকলেও এক ঘণ্টা পর পরীক্ষায় অংশ নেন ৪৫০ দিন জেলহাজতে থাকা এ শিক্ষার্থী।

এর আগে সোমবার ২০ নভেম্বর সকাল ৯টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জামিনে মুক্তি পান খাদিজা। গ্রেফতার হওয়ার এক বছর দুই মাস ২০ দিন পর তিনি মুক্ত হলেন।

খাদিজার বোন সিরাজুম মুনিরা বলেন, খুব সকালে আমরা কারাগারে আসি। তার পর সকাল ৯টার সময় খাদিজাকে মুক্তি দেয়। খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু আজ থেকে, এ জন্যই খুব সকালে আসা। চেষ্টা করব পরীক্ষায় অংশগ্রহণ করানোর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি খাদিজা। গত ১৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় হাইকোর্ট তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

আমাদেরকাগজ/এমটি