নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ বিরোধী দলগুলো সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আবারও ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি দিতে যাচ্ছে ।
আজ সোমবার (২০ নভেম্বর) এই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।
জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। এরপর মঙ্গলবার বাদ দিয়ে আগামী বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অবরোধ কর্মসূচি আসতে পারে।
এর আগে গত ২৯ অক্টোবর হরতাল এবং চার দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো। আর বর্তমানে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এ কর্মসূচি আগামীকাল (মঙ্গলবার) ভোর ৬টায় শেষ হবে।
আমাদেরকাগজ / এইচকে