আন্তর্জাতিক ২৩ নভেম্বর, ২০২৩ ১০:৫২

শুক্রবারের আগে বন্দিদের মুক্তি নয়: ইসরায়েল 

আমাদের কাগজ ডেস্ক: হামাসের সঙ্গে আলোচনা এখনো চলছে বলে জানিয়েছেন ইসরায়েলের এনএসএ জাছি হানেগবি। শুক্রবারের মধ্যে এই আলোচনা সম্পূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এদিকে যুদ্ধবিরতি এবং পণবন্দিদের মুক্তি নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবারের মধ্যে এই আলোচনা সম্পূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  সেক্ষেত্রে শুক্রবারই বেশ কিছু পণবন্দি মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

বুধবার ২২ নভেম্বর, বিকেলে হানেগবি জানিয়েছেন, হামাসের সঙ্গে পণবন্দিদের মুক্তি নিয়ে লাগাতার আলোচনা চলছে। এখনো সম্পূর্ণ সমাধানসূত্র মেলেনি। তবে শুক্রবার কিছু পণবন্দির মুক্তি হতে পারে।

হামাসের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি এবিষয়ে।

এখনো পর্যন্ত জানা গেছে, হামাসের সঙ্গে চারদিনের একটি যুদ্ধবিরতির চুক্তি করা হবে। ওই সময়ের মধ্যেই বেশ কিছু পণবন্দিকে মুক্ত করা হবে। তবে কতজন পণবন্দিকে এখন ছাড়বে হামাস, কী তার শর্ত- এসব কোনো কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি।

আমাদেরকাগজ/এমটি