রাজনীতি ২৬ নভেম্বর, ২০২৩ ০৭:১৪

সাতক্ষীরায় নৌকার মাঝি হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আ.লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। সাতক্ষীরা-২ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জের আংশিক) আসন থেকে আবারো দলীয় প্রতীক পেয়েছেন আ.ফ.ম রুহুল হক। সাতক্ষীরা-৪ এ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।  

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন

এই আসনটি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৯১ সালে জামায়াতে ইসলামী, ১৯৮৮ সালে জাতীয় পার্টি এবং ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ১৪ দলীয় জোট সমর্থিত ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ জয়লাভ করেন। সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে জাতীয় সংসদের ১০৫ (সাতক্ষীরা-১) আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৮৯১ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ৮১৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ১৩ হাজার ৭৩ জন। 

সাতক্ষীরা-২ (সদর) আসন

সাতক্ষীরা -২ (সদর) আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এই আসনের বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ২০১৮ সালে আবারো নৌকা প্রতীক নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী এই আসনটিতে ভোটার সংখ্যা রয়েছেন ৩,৫৬,২৬৮ জন।


সাতক্ষীরা-৩ আসন

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জের আংশিক) আসন থেকে আবারো আ.লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন আ.ফ.ম রুহুল হক। তিনি বর্তমান সংসদ সদস্য। বিরোধী দলগুলো ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আ. ফ. ম. রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে, তিনি (২০০৯ থেকে ২০১৪) বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে আবারো সংসদ সদস্য নির্বাচিত হয়। 

আ.ফ.ম রুহুল হক ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পশ্চিম নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নাজির আহমেদ এবং মায়ের নাম আছিয়া খাতুন।

তিনি ১৯৫৯ সালে নলতা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৬১ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি লন্ডনের রয়েল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস থেকে এফআইসিএস ডিগ্রি লাভ করেন। পেশায় তিনি চিকিৎসক।

সাতক্ষীরা-৪ আসন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আ.লীগ সরকারের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। 

এই আসনের বর্তমান সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। এর আগে, ২০১৪ সালে বিরোধীদলগুলো সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এস. এম. জগলুল হায়দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দ্বিতীয় বারের মতো ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী এই আসনের ভোটার ছিলো ৩,৯৩,৭২৬ জন।

 

আমাদেরকাগজ / এইচকে