রাজনীতি ৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:১১

 রওশনকে নিয়ে যা বললেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা-জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। অনেকেই এবারের নির্বাচন থেকে বাদ পড়া ও জাতীয় পার্টির রাজনীতিতে নিয়ন্ত্রণ হারানোকে রওশনের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন। 

জাতীয় পার্টির চলমান সংকটে এবার রওশন এরশাদকে নিয়ে মুখ খুলেছেন বিদিশা এরশাদ। 

আজ রোববার, ৩ ডিসেম্বর তিনি বলেন, আমরা সময় থাকতে থামতে জানি না। আমাদের সবারই একটা পরিকল্পনা থাকা উচিত, কখন কী করব এবং একটা নির্দিষ্ট সময় পর কখন কোথায় থেমে যাব। তা না হলে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না।

এবারের নির্বাচনে মনোনয়ন নেননি কেনো এমন প্রশ্নের জবাবে বিদিশা এরশাদ বলেন, আমি অপরাজনীতির শিকার, তাই মনোনয়ন নেইনি কিংবা চাইনি। আমার তো রাজনীতি করার সময় ফুরায় যায় নাই। সম্মান দেওয়ার, নেওয়ার মালিক আল্লাহর। উনি ভালো জানেন।

তিনি বলেন, আমি সবকিছুই পর্যবেক্ষণ করছি। আপাতত ছেলে শাহাতা জারাব এরিককে নিয়ে প্রেসিডেন্ট পার্কে বসে সবকিছুর ওপর নজর রাখছি। সময় আসলে কথা বলব। এরশাদ সাহেবের রেখে যাওয়া তুমুল জনপ্রিয় একটা দলকে এরা মাটিতে মিশিয়ে দিচ্ছে। যারা জাতীয় পার্টি এবং হুসেইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসেন তারা প্রচণ্ড হতাশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ প্রশ্নে নানা নাটকীয়তার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার অনুসারীদের সঙ্গে কৌশলের লড়াইয়ে হেরে গিয়ে আপাতত নির্বাচন ও রাজনীতির বাইরে রওশন এরশাদ ও তার অনুসারীরা। রাজনৈতিক বাস্তবতায় ৮৭ বছরের রওশনের পক্ষে রাজনীতিতে ফিরে আসা ও জাতীয় পার্টির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সহজ হবে না।

আমাদেরকাগজ / এইচকে