রাজনীতি ৭ ডিসেম্বর, ২০২৩ ০২:৪৮

জাতীয় পাটির সঙ্গে সিট ভাগাভাগি নয়, রাজনৈতিক আলোচনা হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পাটির সঙ্গে নির্বাচনের সিট ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বর, দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টির সাথে আলোচনা করেছি, সেটার মূল বিষয় ছিল নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য তারা যারা নির্বাচনমুখী শক্তি, এদেরকে নিয়ে আমরা সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে, গুপ্তহত্যা, নাশকতা ও নির্বাচন বিরোধী অপকর্মকে প্রতিহত করব। এটাই আমাদের আসল আলাপ-আলোচনা মূল বিষয় ছিল।  
 
জাতীয় পাটির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির দল হিসেবে অনেক কথাই বলতে পারে। রাজনৈতিক দলের হিসেবে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করা, এটা তো তারা চাইবে। বাস্তবে কি হবে সেটা পরে দেখা যাবে। চাইতে তো কোন দোষ নেই, আশাটা বড় থাকাই ভালো। সিট ভাগাভাগির বিষয়টা আমি জানিনা। সিট ভাগাভাগি হয়েছে এমন কোন আলোচনা হয়নি। আমরা রাজনৈতিক আলোচনা করেছি।

জাতীয় পার্টির সঙ্গে আলাপ এত লুকোচুরি কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, লুকোচুরির বিষয় না। এটা নিয়ে এত ঢাক ডোল পিঠানোর কি আছে? নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় থাকা দরকার। কারণ, নির্বাচন বিরোধী শক্তির যে অপরাজনীতি করছে, সেটা মোকাবিলার জন্য আমাদের মধ্যে একটা সমন্বয় করা দরকার। কারণ, নির্বাচনকে শান্তিপূর্ণ করা, নির্বাচনকে  গ্রহণযোগ্য করা, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার অঙ্গীকার আমাদের রয়েছে। এজন্য আমরা আলাপ আলোচনা করছি। এখানে লুকোচুরির কোন ব্যাপার না। আমরা পলিটিক্যাল বিষয়ে কথা বলেছি৷

এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।