জাতীয় ৭ ডিসেম্বর, ২০২৩ ০৭:০৫

পিটার হাসকে যে প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার প্রস্তাবনা আগেই দেওয়া হয়েছিল। নতুন করে বৈঠকের মাধ্যমে বিমানকে আবারও বোয়িং কেনার বিষয়ে প্রস্তাব দিয়েছে দেশটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বলাকায় বিমান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বোয়িং সংশ্লিষ্টরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোয়িং এবং এয়ারবাস কেনার প্রস্তাব আগে থেকেই ছিল। সেটি নিয়ে মঙ্গলবার বোয়িং কর্মকর্তারা বিমান কর্মকর্তাদের সঙ্গে ফলোআপ বৈঠক করেন। সে সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে বোয়িং কেনার বিষয়ে বিমানকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা ফের তুলে ধরা হয়। তবে বোয়িং কেনার বিষয়ে বিমান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।


বৈঠক প্রসঙ্গে সূত্র জানিয়েছে, বোয়িং এবং এয়ারবাস সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে বিমান বিক্রির বিষয়ে বাংলাদেশের সঙ্গে ফলোআপ বৈঠক করে যাচ্ছেন।

এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, বাংলাদেশ বিমানের যে উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা, তা বাস্তবায়নের জন্য বোয়িংয়ের কাছে আছে সেরামূল্যে সর্বোত্তম পণ্য। আমরা আশা করি— বিমান বোয়িংয়ের প্রস্তাবকে নিবিড়ভাবে মূল্যায়ন করবে এবং তারা দ্রুত সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে।

আমাদেরকাগজ / এইচকে