রাজনীতি ২৭ ডিসেম্বর, ২০২৩ ০৫:০৪

আচরণবিধি লঙ্ঘন: আ.লীগের বাহার ও শম্ভুকে জরিমানা

নিজস্ব রিপোর্ট: এবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার শুনানি শেষে  নির্বাচন কমিশন (ইসি) এই রায় ঘোষণা করে। 

এই তথ্য নিশ্চিত করেছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

এতে বলা হয়, এই দুই প্রার্থীকে জরিমানার টাকা তিন দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। 

প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এর আগে সাকিব আল হাসান, নিক্সন,সুমনসহ একাধিক নৌকা ও ভিন্ন প্রতীকের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের দায় নিয়েছিল। তবে তারা যথাযথ কারণ দেখিয়েছিল।