রাজনীতি ১০ জানুয়ারি, ২০২৪ ১১:৪৮

মন্ত্রিপরিষদে জোটের প্রতিনিধিত্ব নিয়ে যা বললেন মেনন

নিজস্ব প্রতিবেদক
নতুন মন্ত্রিপরিষদের জোটের প্রতিনিধিত্ব থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। আমার এখতিয়ার না।

বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, দেশের সমৃদ্ধি অর্জনে অর্থনৈতিক ও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করবো। অসাম্প্রদায়িক ও উন্নয়নমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যেন সামনে এগিয়ে নিতে পারি সে চেষ্টা করব। বিশেষ করে বাংলাদেশকে নিয়ে বিদেশি যেসব চক্রান্ত আছে সেগুলো এবং বিএনপি জামায়াতের চক্রান্ত রোধে কাজ করবো।

এরআগে সকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়ান। 

মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হয়।