জাতীয় ২৫ জানুয়ারি, ২০২৪ ০১:০০

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। 

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মন্ত্রী। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। 

এর আগে গত ২৩ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড মিটিংয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী। 


জেনেভা সফরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। 

আমাদেরকাগজ  / এইচকে