জাতীয় ১ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩২

পরিবর্তন বাংলাদেশ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক 
বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন বাংলাদেশ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের সহযোগীতায় কাওরান বাজার এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড এর চেয়ারম্যান ও পরিবর্তন বাংলাদেশ এর সভাপতি দেলোয়ার হোসেন ফারুক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন বাংলাদেশ এর ট্রাস্টি সদস্য আবু জাফর, শাহ্ রায়হান নিবিড়, রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড এর সাদিকা ইয়াসমিন, তারিক হাসান, মাহবুবুর রহমান, ইলিয়াস সহ পরিবর্তন বাংলাদেশ এর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড এর চেয়ারম্যান ও পরিবর্তন বাংলাদেশ এর সভাপতি দেলোয়ার হোসেন ফারুক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।