রাজনীতি ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০১:৫৯

দেশে বিএনপি চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক 

দেশে বিএনপি চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আমরা নাকী হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি, তিনি আমাদের উপর চাপাচ্ছে। আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তারা ক্ষমতা থাকালে হত্যা করেছে। 

"বিএনপি ঘুরে দাড়াবেন, কোথায় থেকে ঘুরে দাড়াবেন? কোন বছর আবার ঘুরে দাঁড়াবেন? আন্দোলন করার নামে জনগনের কাছে নিজেদেরকে খাটো করছেন।"

বিএনপি বলছে, সরকার যদি দমন-পীড়ন বন্ধ না করে দেশে উগ্রবাদীদের উত্থান হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী কারা? উগ্রবাদী তো তারা। ফখরুল সাহেব কেন এই কথা বলেন না যে দেশে উগ্রবাদী রাজনীতি তারা শুরু করবেন। সরকার আত্নশক্তিতে বলীয়ান। আজকে এই সংকটময় বিশ্বে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তায় ইউরোপের জার্মানি মিউনিখে যে সম্মেলন, যে প্রধানমন্ত্রীকে তারা নাকচ করেন, নির্বচিত হননি এমন দাবি করেন, খুবই খাটো করে বক্তব্য রাখেন সেই নির্বাচিত প্রধামন্ত্রীকে ইউরোপে নিরাপত্তা সম্মেলনে তিনি আমন্ত্রণ পান।

তিনি বলেন, সেখানে তিনি সিকিউরিটি কনফারেন্স অফ পকেট টু প্ল্যানেট স্ক্যালিং আপ ক্লাইমেট ফিনেন্স শীর্ষক প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ৬ টি মূল্যবান পরামর্শ তুলে ধরেন। এটা গৌরব ও সম্মানের। বাংলাদেশের মতো দেশ, যে দেশকে নাকচ করে দিচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি সে দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমিন্ত্রিত হয়েছেন। 

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন সেখানে যেটা দরকার একটা ইন্টেলিজেন্স ডিপ্লোমেসি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ফরেন মিনিস্ট্রি, ফরেন অফিস আমাদের যেটা দায়িত্ব সব পক্ষের গতিবিধি লক্ষ করে যুদ্ধ কে পরিহার করে শান্তির জন্য, সমঝোতার জন্য ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি করছি।

চট্টগ্রাম থেকে দেলোয়ারা ইউসুফ মনোনয়ন পেয়েছে, তার বাবা ও চাচা স্বীকৃত রাজাকার এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন,  দেলোয়ারা ইউসুফ ১২ বছর চট্টগ্রামের উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি তখন কি কেউ প্রশ্ন করেছেন নাকি কেউ কিছু লিখেছেন? কেউ সমালোচনা করেছেন? এখন কেন? সবসময় দেখা যায় কাউকে যখন কোন সরকারি পদ বা এমপি মনোনয়ন না পেলে আপনি এ প্রশ্নটা কোন দিন ও করতেন না। এমপি না দাড়ালে এ সমালোচনাটা আসতো না। কেউ এটা নিয়ে কোন ক্রিটিসাইজ করেননি। এটা নিয়ে এখন আমারও প্রশ্ন। 

বিএনপির মহাসচিব মুক্তি পাওয়ায় আপনার অনুভূতি কি এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, না, ভাল, ওনি জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে উনি কিছু কথা বললেন, সেটার প্রেক্ষিতে কিছু কথা বলার একটা সুযোগ তো....।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম,  সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, পারভীন জামান কল্পনা প্রমুখ।

এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাবেক সদস্য রিয়াজুল কাউসার, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্না।