বিনোদন ডেস্ক
পপগুরু আজম খানের ৭৪তম জন্মবার্ষিকী আজ। একাধারে তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের পপ ব্যান্ডের গুরু মানা হয় তাকে।
বাংলাদেশের রক গানের জনক আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকায় কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন আজম খান।
দেশ স্বাধীনের পর ১৯৭১ সালের পর 'উচ্চারণ' নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। যা নতুন জন্ম নেওয়া বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল।
১৯৭৪ সালে আজম খান বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠানে ‘রেললাইনের ঐ বস্তিতে' গানটি গেয়ে হৈচৈ ফেলে দেন। এরপর একে একে ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’ গানগুলো তাকে জনপ্রিয়তা এনে দেয়।
টেইলর সুইফটের বাবার বিরুদ্ধে হেনস্তার অভিযোগটেইলর সুইফটের বাবার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ
বহুদিন পর একসঙ্গে ঋতুপর্ণা ও আলমগীরবহুদিন পর একসঙ্গে ঋতুপর্ণা ও আলমগীর
আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সাথে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরণোত্তর একুশে পদক পেয়েছেন এ মহান শিল্পী।