জাতীয় ৯ মার্চ, ২০২৪ ১২:৪০

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী সভাপতি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এছাড়াও সরকারপ্রধান ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে আলোচনা করেছেন।