জাতীয় ১৯ মে, ২০২৪ ০৬:৩২

ভারতে ‘নিখোঁজ’ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সঙ্গে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে তার পরিবারের। ভারতে যাওয়ার পর গত ৩ দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না কেউ।

এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ।

তিনি জানান, গত ১১ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। সবশেষ গত বৃহস্পতিবার (১৬ মে) কথা হয়েছে। এরপর থেকে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি বলেন, ‘তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।’

কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত তার কোনো সংবাদ আমরা পাইনি। ভারতে লোক পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশি দূতাবাসে আছেন। আমরা চেষ্টা করছি তার খোঁজ করার।’

আমাদের কাগজ/টিআর