শিল্প ও সাহিত্য ১৬ অক্টোবর, ২০১৯ ০৩:০৬

লালন ফকিরের ১২৯ তম তিরোধান দিবস আজ

ডেস্ক রিপোর্ট।। 

গানে গানে আত্মদর্শন আর মানবতাবাদের বাণী ছড়িয়ে দিয়েছেন ফকির লালন সাঁই। আজ পয়লা কার্তিক, এই সাধকের ১২৯ তম তিরোধান দিবস।

 এ উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হচ্ছে তিনদিনের লালন উৎসব। যেখানে প্রতিদিন গভীররাত পর্যন্ত চলবে লালন গীতি।

উৎসবে যোগ দিতে আখড়াবাড়িতে ছুটে আসছেন হাজারো বাউল ও দর্শনার্থী। অন্যবারের মতো কালী নদীর পাড়ে থাকছে, বর্ণিল মেলার আয়োজনও।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক দেহত্যাগ করেন ফকির লালন সাঁই। সেই থেকে প্রতি বছর ফকির লালন সাঁইয়ের ভক্তরা তিরোধান দিবসে আয়োজন করেন স্মরণানুষ্ঠানের। দীর্ঘদিন ধরে চলে আসা লালনের তিরোধান দিবসের এই আয়োজন এখন রূপ নিয়েছে এক অকৃত্রিম ভালোবাসার উৎসবে। এ এমন এক উৎসব যাতে বয়স, ধর্ম, বর্ণ ও আয় নির্বিশেষে সকলেই শামিল হন এক কাতারে। কেবল অঞ্চলভিত্তিক অংশগ্রহণকারীরাই এই মেলায় উপস্থিত হননি, সারাদেশের নানা প্রান্ত, এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও লালন ভক্তরা এসে হাজির হন এ উৎসবে।